বাল্যরচনা
বুনোকবি
যে হোক্ না কেন তাতে, কি কার্য তোমার।
আগে বল দিছি গালি, কেমন এবার ||
তোমারে যা বলিয়াছি, বুঝেছ ত সব।
গোপনে বলেছি ঢের কর অনুভব ||
আগে বল দিছি গালি, কেমন এবার ||
তোমারে যা বলিয়াছি, বুঝেছ ত সব।
গোপনে বলেছি ঢের কর অনুভব ||
চট্ট
গাল দেছ দড় দড়, হলো বাহাদুরি বড়,
বাড়িবেক যশ অবিরত।
আমরা শুনিয়া তায়, এসেছি কৃতজ্ঞতায়,
সেলাম বাজাতে গোটাকত ||
“নীচ যদি উচ্চ ভাষে, সুবুদ্ধি উড়ায় হাসে”
সুবুদ্ধি মহৎ তুমিও ত।
তাই সব নমস্কার, ফিরিয়ে দিবে না আর,
সুবুদ্ধি মহৎ জন মত ||
কি সুবুদ্ধি সূক্ষ্ণ তব, লোকে করে অনুভব,
যার কি না যায় দেখা কিছু।
কেহ বলে কই কই, কেহ বলে, আছ ওই
কেহ বলে দড়ি বাঁধো পিছু||*
হে উত্তরে মহল্লোক, একবার তেজে শোক,
সম্বোধিও নীচে মুখ ফুটে।
মনসুখে সব স’ব, কিছু মাত্র নাহি কব,
অঙ্গীকার করি করপুটে ||
বাড়িবেক যশ অবিরত।
আমরা শুনিয়া তায়, এসেছি কৃতজ্ঞতায়,
সেলাম বাজাতে গোটাকত ||
“নীচ যদি উচ্চ ভাষে, সুবুদ্ধি উড়ায় হাসে”
সুবুদ্ধি মহৎ তুমিও ত।
তাই সব নমস্কার, ফিরিয়ে দিবে না আর,
সুবুদ্ধি মহৎ জন মত ||
কি সুবুদ্ধি সূক্ষ্ণ তব, লোকে করে অনুভব,
যার কি না যায় দেখা কিছু।
কেহ বলে কই কই, কেহ বলে, আছ ওই
কেহ বলে দড়ি বাঁধো পিছু||*
হে উত্তরে মহল্লোক, একবার তেজে শোক,
সম্বোধিও নীচে মুখ ফুটে।
মনসুখে সব স’ব, কিছু মাত্র নাহি কব,
অঙ্গীকার করি করপুটে ||
মিত্র কবি
গালি দিলে প্রতিফল, অবশ্য পাইবে।
যেই মতি, সেই মতি, কেন না হইবে ||
যেই মতি, সেই মতি, কেন না হইবে ||
* অতি বুদ্ধি।