বাল্যরচনা
বুনোকবি
এ মতি আমার নাহি, ছিল এত কাল।
কুবিদ্যা কুমতি দিয়ে, ঘটালো জঞ্জাল ||
সুবিদ্যা সুমাতা ছেড়ে, এসে তার কাছে।
এই মতি এই গতি, শেষ ঘটিয়াছে ||
কুবিদ্যা কুমতি দিয়ে, ঘটালো জঞ্জাল ||
সুবিদ্যা সুমাতা ছেড়ে, এসে তার কাছে।
এই মতি এই গতি, শেষ ঘটিয়াছে ||
কুবিদ্যা
আমি তোর মাতা নহি, সে তোমার মাতা।
সে তোমার প্রিয় হলো, খেলি মোর মাতা ||
আমি চলে যাই দেখি, কে কি করে তোর।
এখন করিবি তুই, কোন্ মা’র জোর ||
সে তোমার প্রিয় হলো, খেলি মোর মাতা ||
আমি চলে যাই দেখি, কে কি করে তোর।
এখন করিবি তুই, কোন্ মা’র জোর ||
কুবিদ্যা প্রস্থান ও বিদ্যা পুনরাগমন করিলেন
বিদ্যা
বিদ্যা
কেন বাছা তোরা সবে, কলহ করহ।
ভাই ভাই ভাবে সদা, ভাই ভাই রহ ||
সকলে একত্রে মোরে, আরাধনা কর।
সকলেই উপদেশ, কেন কবীশ্বর ||
সদাই সদ্ভাবে তবে, কেন না চলহ।
কি কারণে কর সবে, কেবল কলহ ||
ভাই ভাই ভাবে সদা, ভাই ভাই রহ ||
সকলে একত্রে মোরে, আরাধনা কর।
সকলেই উপদেশ, কেন কবীশ্বর ||
সদাই সদ্ভাবে তবে, কেন না চলহ।
কি কারণে কর সবে, কেবল কলহ ||
মিত্র
তাই আমি কতবার, বুঝায় লিখেছি।
তার ফল গালাগালি, কেবল দেখেছি ||
তার ফল গালাগালি, কেবল দেখেছি ||
অধিকারী
আমি ত দিই নে গালি, ওদের দুজনে।
শুধু কবিশ্রেষ্ঠ আমি, জেনে মনে মনে ||
করিলাম অপরূপ, স্বপন রচনা।
জগতেরে জানাবারে, নিজ গুণপনা ||
শুধু কবিশ্রেষ্ঠ আমি, জেনে মনে মনে ||
করিলাম অপরূপ, স্বপন রচনা।
জগতেরে জানাবারে, নিজ গুণপনা ||
বিদ্যা
কিসে তুমি শ্রেষ্ঠ কবি, নিজ মনে লাগে।
কবিতা কাহাকে বলে, বল দেখি আগে ||
কবিতা কাহাকে বলে, বল দেখি আগে ||