বুনোর গীত
           রাগিণী ঝিঝিট্। তাল খেম্‌টা
    সব সন্ন্যাসী এবার। হব সন্ন্যাসী এবার।
কোণের ভিতর শুক্‌নো নাড়ী, সইতে নারি আর।
তোর্ সনে লো পিরীত করে,
                           শিবের পূজা গেল ঘুরে,
অধিকারী নামটি ধোরে, ঘণ্টা নাড়া সার ||
কেমন গেয়েছি সবে, কও তো বিশেষ।
সব কবি
বেশ বেশ বেশ বুনো, বেশ বেশ বেশ ||
চট্ট
বেশ ভাই ফিরে গাও, আর একবার।
শুনিয়া জুড়াই ফের, শ্রবণের দ্বার ||
অথবা শুনেছি তুমি, কবি মহাগুণী।
একটি কবিতা ভাল পড় দেখি শুনি ||
স্বপ্ন বা ধর্ম্মের ক্লেশ, ফেলে দাও জলে।
কহ তো প্রেমের গুণ, কবিতা কৌশলে ||
বুনোর কবিতা পাঠ
প্রেম সবে কর সার,       প্রেমময় এ সংসার,
আকাশ, পাতাল মহীতলে।
সত্য ত্রেতা দ্বাপরাদি    প্রগাঢ় প্রণয়ে বাঁধি,
ভাসায়েছে সুখেতে সকলে ||
প্রেম তরে কত লোক,  হয়ে গেল পরলোক,
শিবের হইল ধ্যান ভঙ্গ।
সমুদ্র মন্থন কালে,   মোহিনীর প্রেমজালে,
গিরীশের ঘটিল কি রঙ্গ ||
শ্রীরাম প্রেমের তরে,   কতই রোদন করে,
দেশে দেশে উদ্দেশিয়া নারী।
জ্বালা পায় কতবার,  শেষেতে সে প্রেমে তার,
হইল বানর অধিকারী ||
দ্বারকানাথ গো আর,  গোপাল মাঝেতে তার,
মন বাঁধা গরু রাধিকার।
দ্বারকায় লাজ খেয়ে,     বরিল বানরী মেয়ে,
দাস জাম্বুবানের কথায় ||