বাল্যরচনা
মিত্র কবি
-Walk up man.
কবীশ্বর
কও রে কি নাম তোর, বাস কি নগর।
ছেলে
নাম বুনো অধিকারী, বেণাবনে গর্ ||
মিত্র কবি
মাপ কর রাখ বাপু, দুটো দিশি বোলে।
বল্ দেখি কিসে আলো, উপরেতে ঝোলে ||
বল্ দেখি কিসে আলো, উপরেতে ঝোলে ||
বুনো
চাতালেতে ওডা বুঝি, ডোমেতে বা বেচে।
ক্যাঁচের দোচনাওলা, জোলাইয়া দেচে ||
ক্যাঁচের দোচনাওলা, জোলাইয়া দেচে ||
চট্ট
বল দেখি সাদা কেন, ঘরের দেয়াল।
মহা ব্যাধি হোয়েছে কি, তোলা গেছে ছাল?
মহা ব্যাধি হোয়েছে কি, তোলা গেছে ছাল?
বুনো
বুজি বা এ ভারে, পারে দোষে চিতাইচে
কি কাওয়ারে দৈবাৎ, কারে হাগাইচে || *
কি কাওয়ারে দৈবাৎ, কারে হাগাইচে || *
মিত্র
চট্ট এর ভাষা এ যে, বোঝা হোলো দায়
অনুবাদ কোরে বল, তবে বোঝা যায় || #
অনুবাদ কোরে বল, তবে বোঝা যায় || #
কুবিদ্যা
ভেকো হোলে কেন বাছা, কথা কও দড়।
মিছে কেন খাটো হও, জোয়ে হও বড় ||
দাঁড়ায়ে কি কর, গালি দেও যথোচিত।
না হয় গানেতে কর, সবারে মোহিত ||
মিছে কেন খাটো হও, জোয়ে হও বড় ||
দাঁড়ায়ে কি কর, গালি দেও যথোচিত।
না হয় গানেতে কর, সবারে মোহিত ||
* অর্থাৎ বুঝি বা এটাকে পাড়িয়া ধরিয়া চিত্র করিয়াছে, কিম্বা কাক্কে দই ভাত খাওয়াইয়া হাগাইয়াছে।
# তাই কবি।
# তাই কবি।