সব কথা শুনিতে না, পেয়ে কবি ভালো।
মনে মনে কাল অর্থে করিলেন কালো।”
হইল বিষম মনে, অভিমান বোধ।
বারে বারে কটু বোলে, দেয় প্রতিশোধ ||
তাই তারে গালি দিল, কুমার আমার।
সে দ্বন্দ্বে মেরেছে হুড়ো, বুঝি কাকে আর ||
দুজনের সনে দ্বন্দ্ব, এ আর কেমন।
একা গাই দুই ষাঁড়, সে জ্বালা যেমন ||
কবি ঈশ্বর
সে তোমার পুত্র নয়, ভাল জানি আমি।
তা হইলে হবে কেন, বিদ্যাপথগামী ||
বিদ্যালয়ে থাকে ছেলে, বিদ্যা অনুরাগী।
তোর ছেলে হবে কেন, দূর বুড়ো মাগী ||
কুবিদ্যা
তুই চুপ্ কর্ মেনে, সে ছেলে আমার।
তাই পরিচয় দেছে, আপনি কুমার ||
সে কথা শুনেছে সবে, জগৎ সংসারে।
প্রভাকর সাক্ষ্য আছে, জিজ্ঞাসহ তারে ||
কবিগণ
যাহা হৌক্, ডাক তারে, শুনিব গো গান।
ছেলের মুখের গীত, অমৃত সমান ||
কুবিদ্যার ছেলে ডাকা
আয় যাদু আয় যাদু, আয় ঝপ কোরে।
মহা গুণি কবি যত, ডাকিতেছে তোরে ||
গু নি তে ডাকিতেছে তোরে, পাবি রে খাবার।
আয় আয় আয় বাবা যাদুরে আমার ||
গাহিবে সন্তোষ মনে, খাবে যাহা দিবে।
এতেকবিমল মুখে মিষ্টদে খাইবে ||*
আয় আয় ধনমণি, মুখ রাখ্ মার।
আমার হোস্ গো তুই, সর্ব্ব ধন সার ||
   ছেলে আসিতে আসিতে বলিতেছে
মাকো তোর চাবালেরে, ডাক্ দিলি ক্যান্।
যাতে নার্‌লাম মাগো, হাঁ-
* এতেক বিমল মুখে মিষ্ট দেখাইবে।