রাজসিংহ
ছেলে। নিমক খায়ে হো! কিস্তরে মা?
মা। আশরফি দিন্।
ছেলে। কাহে মাজী?
মা। উস্কী গুণাহ্কে বাত কিসিকা পাস বোল্না মনাসেব নেহিন, এস লিয়ে।
ছেলে। আচ্ছা বাত হৈ। মুঝকো একঠো আশরফি বখশিশ ফরমাইয়ে।
মা। কাহে রে বেটা?
ছেলে। নেহিন ত মুঝ্কো বোল্ দিজিয়ে বাত্ঠো কিয়া হৈ?
মা। বাত্ ঔর কিয়া, বাদশাহ তসবির–তোবা! তোবা! বাতঠো আবহী নিক্লী থী।
ছেলে। তসবির ভাঙ্গ্ডালা?
মা। আরে বেটা, লাথ্ সে ভাঙ্গ্ডালা! তোবা! মেয়্নে নিমকহারামী কর্ চুকা!
ছেলে। নিমকহারামী কিয়া হৈ ইসমে তোম মা, মেয়নে বেটা! হামরা বোল্নেসে
নিমকহারামী কিয়া হৈ?
মা। দেখিও বাপজান, কিস্ইকো বলিও মৎ।
ছেলে। আপ্ খাতেরজমা রহিয়ে–কিসইকো পাস নেহিন বোলেঙ্গে।
তখন বুড়ী বিলক্ষণ রসরঞ্জিত করিয়া চিত্রদলনের ব্যাপারটা সমস্ত বলিল।