পুস্তকাকারে অপ্রকাশিত রচনা
ভারতবর্ষের রাজকার্য মহারাণীর কর্মচারিগণের হস্তে অর্পিত হইবার সময় মিলকে ইণ্ডিয়া কৌন্সিলের মেম্বর হইতে অনুরোধ করা হয়। কিন্তু ঐ নূতন বন্দোবস্ত মিলের মতে অযৌক্তিক বলিয়া তিনি উক্ত পদ গ্রহণ করেন নাই। তৎকালে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির পক্ষ হইতে, মহারাণীকে এই কার্য হইতে ক্ষান্ত করিবার জন্য এক আবেদন করা হয়। কথিত আছে যে, মিল তাহার রচনা করিয়াছিলেন। উক্ত আবেদনে লিখিত ছিল যে, ভারতবর্ষের ন্যায় রাজ্য পার্লিয়ামেণ্টের অধীন না হইয়া কোম্পানির অধীন থাকিলে ভারতবাসীদিগের মঙ্গল হইবেক, নতুবা তাহারা ইংলণ্ডের দলাদলির আক্রোশে পড়িয়া নিতান্ত উৎপীড়িত হইবেক। তৎকালে এই কথার প্রতি কেহই তাদৃশ মনোযোগ করেন নাই; কিন্তু এখন ইহাকে তুচ্ছ করিতে পারে এমন লোক কে আছে?
জীবনবৃত্তান্ত লিখিবার প্রথা অনুসারে মিলের বিষয়ে, নিম্নলিখিত তারিখগুলি সংগ্রহ করিয়া দেওয়া গেল।
মিলের জন্ম | ... | ১৮০৬ |
তৎকৃত System of Logic নামক ন্যায়শাস্ত্র প্রকাশ | ... | ১৮৪৩ |
Essay on Unsettled Questions of Political Economy প্রকাশ | ... | ১৮৪৪ |
মিল ইষ্ট ইণ্ডিয়া হৌসের Examiner of Indian Correspondence পদে নিযুক্ত | ... | ১৮৫৬ |
মিল উক্ত কর্ম ত্যাগ করেন | ... | ১৮৫৮ |
মিলকৃত Essays on Liberty প্রকাশ | ... | ১৮৫৯ |
Dissertations and Discussions Political &c. প্রকাশ | ... | ১৮৫৯ |
Thoughts on Parliamentary Reforms প্রকাশ | ... | ১৮৫৯ |
Principles of Political Economy (অর্থব্যবহারশাস্ত্র) প্রকাশ | ... | ১৮৬১ |
Considerations on Representative Government প্রকাশ | ... | ১৮৬১ |
Utilitarianism প্রকাশ | ... | ১৮৬২ |
Auguste Comte & Positivism প্রকাশ | ... | ১৮৬৫ |
মিল পার্লিয়ামেণ্টের মেম্বর হয়েন | ... | ১৮৬৫ |
Examination of Sir W. Hamilton’s Philosophy প্রকাশ | ... | ১৮৬৫ |
তৎকৃত Inaugural Address delivered to the University of St. Andrew প্রকাশ | ... | ১৮৬৭ |
England and Ireland প্রকাশ | ... | ১৮৬৮ |
Subjection of Women প্রকাশ | ... | ১৮৬৮ |
মিলের মৃত্যু | ... | ১৮৭৩ |
—‘বঙ্গদর্শন’, শ্রাবণ | ১২৮০, পৃ. | ১৪৫-৪৮। |