মৃণালিনী কহিলেন, “তবে ডুবিয়া মর না কেন?”

গিরিজায়া কহিল, “মরি তাহাতে ক্ষতি নাই, কিন্তু” বলিয়া আবার গায়িল,

“যাহারে কাণ্ডারী করি,       সাজাইয়া দিনু তরী,

      সে কভু না দিল পদ তরণীর অঙ্গে ||”

মৃণালিনী কহিলেন, “গিরিজায়া, এ কোন অপ্রেমিকের গান |”

গি। কেন?

মৃ। আমি হইলে তরী ডুবাই।

গি। সাধ করিয়া?

মৃ। সাধ করিয়া।

গি। তবে তুমি জলের ভিতর রত্ন দেখিয়াছ।