মন এবং সুখ
এই মধুমাসে,     মধুর বাতাসে,
শোন লো মধুর বাঁশী।
এই মধু বনে,     শ্রীমধুসূদনে,
দেখ  লো সকলে আসি ||
মধুর সে গায়,    মধুর বাজায়,
মধুর মধুর ভাষে।
মধুর আদরে,    মধুর অধরে,
মধুর মধুর হাসে ||
মধুর শ্যামল,    বদন কমল,
মধুর চাহনি তায়। ।
কনক নূপুর,      মধুকর যেন,
মধুর বাজিছে পায় ||
মধুর ইঙ্গিতে,    আমার সঙ্গেতে,
কহিল মধুর বাণী।
সে অবধি চিতে,  মাধুরি হেরিতে,
ধৈরয নাহিক মানি ||
এ সুখ রঙ্গেতে    পর লো অঙ্গেতে
মধুর চিকণ বাস।
তুমি মধুফল,     পর কানে দুল,
পরাও মনের আশ ||
গাঁথি মধুমালা,    পর গোপবালা
হাস লো মধুর হাসি।
চল যথা বাজে,   যমুনার কূলে,
শ্যামের মোহন বাঁশী ||