বিবিধ প্রবন্ধ, দ্বিতীয় খণ্ড - বঙ্গদেশের কৃষক
নায়েবের পুণ্যাহের নজর | ... | ... | ৬৲ |
জমীদারদিগের পাঁচ শরিকের নজর | ... | ... | ৫৲ |
গোমস্তাদিগের নজর | ... | ... | ২৲ |
পুণ্যাহের পিয়াদার তলবানা | ... | ... | ১৲ |
গোপালনগরে বাঁশ ঢোলাইয়ের খরচ | ... | ... | ১৲ |
আষাঢ় কিস্তির পিয়াদার তলবানা | ... | ... | ৸৴৹ |
ভাদ্রের কিস্তির পিয়াদার তলবানা | ... | ... | ১||৹ |
নৌকা ভাড়া | ... | ... | ৬||৹ |
সদর আমলার পূজার পার্ব্বণী | ... | ... | ১৲ |
কাছারির জমাদার | ... | ... | ১৲ |
ঐ হালশাহানা | ... | ... | ৫৲ |
পাঁচ শরিকের পার্ব্বণী | ... | ... | ১৲ |
শ্রীরাম সেন, হেড্ মুহুরি | ... | ... | ২৲ |
জমীদারের পুরোহিতের ভিক্ষা | ... | ... | ২৲ |
গোমস্তাদের ভিক্ষা | ... | ... | ১২৲ |
মুহুরিদের ভিক্ষা | ... | ... | ৩৲ |
বরকন্দাজদিগের দোলের পার্ব্বণী | ... | ... | ১৲ |
ডাকটেক্স | ... | ... | ৩৲ |
______ | |||
৫৪৵৹ |
এই দুঃখের সময়ে প্রজাদিগের উপর টাকায় তিন আনা করিয়া বাজে আদায় পড়তা পড়িল। আদায় করা দুঃসাধ্য; কিন্তু গোমস্তারা অসাধ্যও সাধন করিয়া থাকেন। প্রজারা কায়ক্লেশে মেঙ্গেপেতে, বেচে কিনে, হাওলাত বরাত করিয়া ঐ টাকা দিল। লোকে মনে করিবে, মনুষ্যদেহে সহ্য অত্যাচারের চরম হইয়াছে। কিন্তু গোমস্তা মহাশয়েরা তাহা মনে করিলেন না। তাঁহারা জানেন, একটি একটি প্রজা একটি একটি কুবের। যে দিন টাকায় তিন আনা হারে ৫৪৵৹ আদায় করিয়া লইয়া গেলেন, তাহারা ৪।৫ দিন মধ্যেই আবার উপস্থিত। বাবুদের কন্যার বিবাহ। আর ৪০ টাকা তুলিয়া দিতে হইবে।
প্রজারা নিরুপায়। তাহারা একখানা নৌকা সংগ্রহ করিয়া নীলকুঠিতে গিয়া কর্জ্জ চাহিল। কর্জ্জ পাইল না। মহাজনের কাছে হাত পাতিল—মহাজনও বিমুখ হইল।
তখন অগত্যা শেষ উপায় অবলম্বন করিল—ফৌজদারিতে গিয়া নালিশ করিল। ম্যাজিষ্ট্রেট্ সাহেব আসামীদিগকে সাজা দিলেন। আসামীরা আপিল করিল, জজ সাহেব বলিলেন, “প্রজাদিগের উপর অত্যন্ত অত্যাচার হইয়াছে বটে, কিন্তু আইন অনুসারে আমি আসামীদিগকে খালাস দিলাম।” সুবিচার হইল কে না জানে, বিচারের উদ্দেশ্য আসামী খালাস?
এটি উপন্যাস নহে। আমরা ইণ্ডিয়ান্ অব্জর্ব্বর্ হইতে ইহা উদ্ধৃত করিলাম। দুষ্ট লোক সকল সম্প্রদায়মধ্যেই আছে, দুই একজন দুষ্ট লোকের দুষ্কর্ম্ম উদাহরণ-স্বরূপ উল্লেখ করিয়া সম্প্রদায়ের প্রতি দোষারোপ করা অবিচার। যদি এ উদাহরণ সেরূপ হইত, তাহা হইলে ইহা আমরা প্রয়োগ করিতাম না। এ তাহা নহে—এরূপ ঘটনা সচরাচর ঘটিতেছে। যাঁহারা ইহা অস্বীকার করেন, তাঁহারা পল্লীগ্রামের অবস্থা কিছুই জানেন না।